জাতীয় পার্টির চেয়ারম্যান (জাপা) জিএম কাদের বলেছেন, হাট-বাজার, অফিস-আদালত এবং গণপরিবহণসহ সব কিছু খুলে দিয়ে শুধু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার কোনো যুক্তি নেই।
তিনি বলেন, এভাবে অনির্দিষ্টকাল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলে শিক্ষার্থীদের ভবিষ্যত অনিশ্চতায় পড়বে। স্কুল কলেজ খুলে দেওয়া উচিত। যারা ক্লাসে যেতে চায়, তাদের জন্য শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। যারা অংশ নিতে চায়, তাদের জন্য হলেও পরীক্ষা নিতে হবে।
রোববার জাতীয় যুব দিবস উপলক্ষে কাকরাইলে জাতীয় যুব সংহতি আয়োজিত র্যালির উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের।
তিনি বলেছেন, দেশের জনসংখ্যার বড় অংশ ১৫ থেকে ৬০ বছর বয়সী। যারা কর্মক্ষম মানুষ। দুঃখজনক হলেও সত্য এই কর্মক্ষম জনশক্তিকে কাজে লাগানো যায়নি। দেশে বেকারের সংখ্যা পাঁচ কোটির বেশি বলে দাবি করেন জিএম কাদের।
জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, যুব সমাজকে দায়িত্ব নিতে হবে দেশকে খুন, ধর্ষণ, অবিচার ও অন্যায় থেকে রক্ষায়।
যুব সংহতির সভাপতি আলমগীর সিকদার লোটনের সভাপতিত্বে বক্তৃতা করেন জাপার প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ ও নাজমা আক্তার এমপি প্রমুখ।