
আগামী ১৪ই জানুয়ারী এই সময়ের জনপ্রিয় মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী প্রিয়াংকা জামানের এর শুভ জন্মদিন। প্রিয়াঙ্কা জামানের ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল শোবিজ অঙ্গনে কাজ করবেন। তাই শুরু করেন বাফাতে নাচ শেখা। তিনি শুধু নাচের ভেতর সীমাবদ্ধ হননি। মিডিয়ার সব স্থানে জায়গা করে নিতে চান তিনি। ধীরে ধীরে সেই আশা পূরণও হয়েছে। বিজ্ঞাপন দিয়ে শুরু হয় এই যাত্রা। প্রথমে মার্কুইজ পানির পাম্প, তারপর ফেমাস টিভি, প্রাণ আরএফএল গ্লাস ও মাদুলি জুয়েলার্সের বিজ্ঞাপন প্রচারের পর প্রচুর দর্শক সাড়া পান। তার নান্দনিক অভিনয়ে অল্প সময়েই পেয়েছেন সুখ্যাতি। এছাড়াও গ্রামীণফোনের বিলবোর্ড, আড়ংয়ের বিলবোর্ড ও ভেজলিন লোশনের বিলবোর্ডের মডেল হয়েছেন একাধিকবার। বাকি ছিল নাটক।

সেটিও তিনি করেছেন। ধারাবাহিক নাটক আজিজ মার্কেটে অভিনয় করে বেশ সাড়া ফেলে দেন। প্রিয়াঙ্কা কাজের স্বীকৃতি হিসেবে অর্জন করেছেন বাংলার সঙ্গীত পারফরমেন্স অ্যাওয়ার্ড এবং নাচের জন্য পান সাঁকো ও আনন্দ বিনোদন অ্যাওয়ার্ড। বিটিভির জনপ্রিয় অনুষ্ঠান ছায়াছন্দ উপস্থাপনার মাধ্যমে মিডিয়া জগতে পা রাখেন সম্ভাবনাময়ী এ মডেল। আজ সম্ভাবনাময়ী এই মডেল অভিনেত্রীর জন্মদিন। তিনি বলেন, এবারের জন্মদিনটা একটু ভিন্নভাবে পালন করবো। এবার শুধু আমি আমার মায়ের সাথে সময় কাটাবো । আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেনো আরো ভালো ভালো কাজ আপনাদের উপহার দিতে পারি।

আপনার জন্মথেকে ২০২১ সাল পর্যন্ত আপনার জীবনের ঘটে যাওয়া সেরা একটি ঘটনা বলেন?
প্রিয়াংকা জামান
সেরা ঘটনা বলতে গতবছর অসুস্থ হয়ে পরি হঠাৎ, শরীরের অবস্থা এতটাই খারাপ হয়ে পরে আমার যে আমাকে লাইফসাপোর্ট রাখা হয়েছিল হসপিটালে। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া সুস্থ হয়ে আবার আপনাদের মাঝে ফিরে আসতে পেরেছি।
বর্তমান করোনা নিয়ে এখন আপনি কেমন সতর্ক?
প্রিয়াংকা জামান
বর্তমানে জীবিকার তাগিদে ও আপনাদের ভালোবাসা ধরে রাখতে করোনার পরিস্থিতিতে সতর্কতা মেনে কাজ করে চলছি। বাকিটা আল্লাহ ভরসা।
কিছুদিন আগে শুনেছি আপনি “শীঘ্রই বিয়ের আয়োজন করছেন সেটার খবর কি?
প্রিয়াংকা জামান
তিনি বললেন, এ বছরের শেষে পরিবার থেকে চিন্তা করেছিলেন বিয়ে দিবার কিন্তু বর্তমান করোনা পরিস্থিতি ভিতর বিয়ে নিয়ে এখন চিন্তা করছি না, বাকিটা আল্লাহ যে দিন ভাগ্যে লিখে রেখেছেন।
বাংলাদেশ টাইমস /এইচ.আর